লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার
Posted 30 December 2006
on:- In: ওপেন সোর্স | বাংলা ভাষা | ব্যক্তিগত | লিনাক্স
- 9 Comments
এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।
Applications -> Terminal খুলি
টার্মিনালের মধ্যে
sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch
কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।
export XMODIFIERS="@im=SCIM"
export XIM_PROGRAM="scim -d"
export GTK_IM_MODULE="scim"
export QT_IM_MODULE="scim"
ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-
আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।
এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।
সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।
সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন। 🙂
9 Responses to "লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার"

Great.. :))
“এবার লিনাক্স রি-স্টার্ট করি।” — no need to restart GNU/Linux as Windows. Just press, CTRL+ALT+Backspace. It will reload X11 server with new changes.


কাজ করছে … ধন্যবাদ।
তবে হেভী ডরাইছিলাম ….. কারণ প্রথমে এখান থেকে কপি পেস্ট করে+ বাকী কোড মুছে রিস্টার্ট করার পর আর লগ ইন করতে পারি না, এরর মেেসেজ দেয়। পরে ফাইলসেফ নম সেশন দিয়ে লগ ইন করে আগের ব্যাকআপ রিস্টোর করলাম — আবার সব ঠিক (শুধু ইউনিজয় বাদে)। আবার ট্রাই দিলাম … একই এরর। এবার এরর মেেসেজটা লিথে রাখলাম আপনাকে জানাবো বলে। মেসেজটা ছিল এমন:
export: 24: -d”: bad variable name
এবার ফাইলটা খুলে দেখি যে, আপনার কমান্ডগুলা কপি-পেস্ট মারার পর ২য় লাইন থেকে ইনভারটেড কমা গুলো একটু পরিবর্তন হয়ে গেছে। ইনভারটেড কমাগুলো প্রথম লাইনে খাড়া খাড়া দুইটা উলম্ব লাইনের মত কিন্তু পরের লাইন থেকে কমার মত দেথতে। তাছাড়া ভেতরের লেখাগুলোর রং ও পরিবর্তন হয়নি। তাই প্রথম লাইন থেকে খাড়া ইনভারটেড কমা কপি-পেস্ট করে দিলাম — এতে লেখার রং পরিবর্তন হল (বুঝলাম কমান্ড লাইন গ্রহণ করেছে)। সেভ করে রিস্টার্ট দেয়াতে সব ঠিক!
এ্যাত ফ্যানায় লেখলাম কারণ অন্য কেউ যাতে আমার মত সমস্যায় পড়ার আগেই খেয়াল করে সেজন্য। লম্বা মন্তব্য পড়ে কেউ বিরক্ত হলে ক্ষমাপ্রার্থী।
দারুন কাজের জিনিসটার জন্য ধন্যবাদ।


use unijoy in suse 10.1
from yast click “Software Management” –
now from filter dropdown menu choose ‘Languages’
now u will see lots of language option in sidebar.
Check mark ‘bn Bengali’ and all packages under this option. specially ‘scim-m17n’
now put suse cd /dvd in ur cd/dvd rom and click’accept’ for install all u check marked.
Afterinstall u may need restart. Now u can see a keybord icon in gnome panel.If u cant see any icon
go to applications> system> configuration> SCIM input mathod setup= in GTK check ‘show tray icon’
from IMEngine>Global Setup> Bengali> dropdown option u will see ‘M17N-bn-unijoy’ check mark this.
Now when ever u open any editor and click keyboard icon from gnomepanel u will see lots of input mathod.
Choose unijoy from Bengali and write.
Enjoy


কয়েকটি বাগ বা বৈশিষ্ট পেলাম:-
Caps Lock অন থাকলে Ctrl+স্পেসবার কাজ করে না।
Amarok এর ভিতরে (ট্যাগ, আই.ডি. ইত্যাদি এডিট করার সময়) এটা কাজ করে না….. প্রভাত ভরসা!
তারপরেও, it ROCKS!

31 December 2006 at 12:19 am
Bro it is an excellent Job… Rock!!!… for sure it is gonna help ….